বাংলাদেশে রাজনীতিই এখন সবচেয়ে বড় ব্যবসা হিসেবে দেখা দিয়েছে বলে জানিয়েছে অর্থনীতি ও উন্নয়নবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর ব্রাক সেন্টারে ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আঙ্কটাড) চলতি বছরের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানায় সিপিডি। দেশে বর্তমানে রাজনীতি ও ব্যবসার মধ্যে একটি কলুষিত সম্পর্ক গড়ে উঠছে উল্লেখ করে সিপিডির সম্মানীয় ফেলো অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আপনারা লক্ষ করছেন যে, নির্বাচনের ভেতরে ব্যবাসায়ী গোষ্ঠীর যথেষ্ঠ দৃশ্যমান উপস্থিতি, রাজনীতিবিদরাও কিন্তু এখন ব্যবসায়ী হয়ে যাচ্ছেন। যার ফলে একটা ব্যবসা এবং রাজনীতির একটি অনেক ক্ষেত্রেই কলুষ সম্পর্ক গড়ে উঠছে। নাগরিকরা কে রাজনীতিবিদ আর কে ব্যবসায়ী এই পার্থক্য আর বুঝে উঠতে পারছেন না। তাদের সামনে দৃশ্যমান হচ্ছে, বাংলাদেশে এখন রাজনীতি সবচেয়ে বড় ব্যবসায়ী উদ্যোগ, বলেন দেবপ্রিয় ভট্টাচার্য। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে উদ্যোক্তাশ্রেণির অনুকূলে যে ধরনের পরিবেশ দরকার সে রকম বাস্তবতা নেই। এ প্রসঙ্গে সরকারের সমালোচনা করে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, একটি সীমিত আকারে এক ধরনের উদ্যোগকে প্রমোট করা হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে উদ্যোক্তাশ্রেণি বা উদ্যোগের বিকাশের জন্য সরকারের যে নীতিকাঠামো, যে ধরনের প্রাতিষ্ঠানিক পরিবেশ, যে ধরনের অবস্থান সেটি এখনো কিন্তু নেই। সম্প্রতি রাজনৈতিক দলগুলোর দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনাকে ইতিবাচক জানিয়ে, সেগুলোর জবাবদিহিতা নিশ্চিত করে সঠিক বাস্তবায়নের পরামর্শ দেয় সিপিডি। দেশে প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি না থাকলে, প্রতিযোগিতাপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থাও নিশ্চিত করা সম্ভব নয়। ব্যবসা এবং রাজনীতির স্বার্থান্বেষী সম্পর্কের সমালোচনা করে আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে ভালো অর্থনৈতিক পরিকল্পনার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি। এ প্রসঙ্গে সিপিডির আরেক সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, কী ধরনের বাংলাদেশ তাঁরা চান, সেটাতে তাঁরা উদ্যোক্তা-রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি থেকে যেন এ অর্থনৈতিক পরিকল্পনাগুলো তাঁরা আমাদের সামনে পেশ করেন, আমরা (যাতে) যাচাই-বাছাই করতে পারি সেগুলোর যৌক্তিকতা কী। স্বল্পোন্নত দেশগুলোর ভালো উন্নয়নের জন্য উদ্যোক্তাদের উন্নয়নে জোর দিতে হবে উল্লেখ করে ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট আইনগুলোর সঠিক বাস্তবায়ন ও বৈষম্যহীন নীতি নিশ্চিত করারও তাগিদ জানায় সিপিডি। শুধু তাই নয়, একটি উন্নয়নশীল দেশ হতে হলে আইনের সঠিক বাস্তবায়নের পাশাপাশি সুশাসনও নিশ্চিত করা দরকার বলে জানায় প্রতিষ্ঠানটি।