পুলিশের চার কর্মকর্তাকে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) মো. আবদুল বাতেন ও যুগ্ম কমিশনার ইমতিয়াজ আহমেদ, পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের অতিরিক্ত ডিআইজি মো. মাইনুল হাসান এবং ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক পদোন্নতি পেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত আদেশ জারি করেছে। পদান্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।