হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে পাঁচ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের মিশু মিয়ার মেয়ে।১৮ জুন বৃহস্পতিবা সকালে ১০টা দিকে বাড়ির পাশে পুকুর থেকে তার লাশ উদ্বার করা হয়। সকাল থেকে তার কোন খোঁজ খবর না পেয়ে বাড়ির লোকজন আশপাশে খোঁজাখুঁজি করতে থাকে।
একপর্যায়ে সকাল ১০দিকে তার লাশ পুকুরে ভেসে থাকতে দেখে তার মৃতদেহ সেখান থেকে উদ্ধার করে পরিবারের লোকজন। তাদের ধারণা সকালে খেলা করার সময় এক পর্যায়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে তার মৃত্যু হয়। দুপুরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।