গাজীপুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন জনের মৃত্যু
তারিথ
: ০৫-০৭-২০২০
মোঃ মোরশেদআলম, স্টাফ রিপোর্টার :
গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে তিন কলেজ শিক্ষার্থী। রোববার (০৫ জুলাই) বিকেলে মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মৃতরা হলো- সাব্বির (২০), স্বাধীন (১৮) ও রনি (১৮)। তারা সবাই ভাওয়াল কলেজের ছাত্র ছিলেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান জানান, বাইমাইল নদীরপাড়ে (মালেক সাহেবের ব্রিক ফিল্ডের পূর্ব পাশে) ৪০ থেকে ৫০ ফুট গভীর গর্ত জোয়ারের পানিতে ভরে নদীর সাথে এক হয়ে যায়। ওই স্থানে আগে থেকেই দল বেঁধে গোসল করতে নামেন ১০ শিক্ষার্থী। হঠাৎ করে নদীর পানির সঙ্গে তারা হারিয়ে যান পানিতে ৩ জন ডুবে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ পরিচালনা করেন। প্রথমে সাব্বির নামে একজনকে উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে। অন্য দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।