লামায় জোর করে স্কুল ছাত্রীর বিয়ের আয়োজন, অবশেষে বিষপানে মৃত্যু
তারিথ
: ২৯-০৬-২০২০
মিজানুর রহমান, লামা (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানের লামা উপজেলায় নাবালিকা মেয়েকে পরিবারের মতামতে জোর করে বিয়ে দেয়ার চেষ্টা করায় বিষপান করে দশম শ্রেণির এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আন্ধারী মুজিবরের দোকান এলাকায় এই ঘটনা ঘটে। রোজ সোমবার (২৯ জুন) দুপুরে পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার পদুয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি মারা যায়। গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ৮টায় নিজ বাড়িতে মেয়েটি বিষপান করলে প্রথমে সরই বাজারে ফার্মেসিতে তার চিকিৎসা চেষ্টা করা হয়। পরে তার অবস্থার আরো অবনতি হলে রাতেই পদুয়া হাসপাতালে নেয়া হয়। বিষপানে নিহত রুবিনা আকতার (১৫) মুজিবরের দোকান এলাকার মোঃ রবিউল হোসেন এর মেয়ে এবং সরই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। মেয়েটি এবার সরই উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষা দেয়। মেয়েটির কয়েকজন বান্ধবী জানায়, সে লেখাপড়ায় ভালো ছিল এবং সে আরো লেখাপড়া করার আগ্রহী ছিল। তার অভিভাবকরা মতের বিরুদ্ধে জোর করে বিবাহের আয়োজন করায় সে বিষপান করে আত্নহত্যা করে। এই বিষয়ে ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিউল আলম বলেন, শুনেছি একটি স্কুলছাত্রী আত্নহত্যা করেছে। লাশ আনার পর বিস্তারিত জানা যাবে।