ফাইতং পুলিশ ফাঁড়ির রাস্তা মেরামত করলেন পুলিশ সদস্যরা
তারিথ
: ২৩-০৬-২০২০
লামা, ( বান্দরবান ) প্রতিনিধি :
বান্দরবান লামা উপজেলার ফাইতং ইউনিয়ন পুলিশ ফাঁড়ির চলাচলপথ মেরামত করলেন ফাঁড়ির ইনচার্জ মো. নজরুল ইসলাম সহ পুলিশ সদস্য। গতকাল (২২ জুন,২০) সোমবার সকাল থেকে নিজেদের চলাচলের কাঁচা সড়ক মেরামতের কাজ সমাপ্তি করেন ফাঁড়ি ইনচার্জ সহ সকল পুলিশ সদস্যরা মিলে ।
প্রসংগত, ফাইতং ফাঁড়ির পুলিশ চলাচল রাস্তা ভারি বর্ষণ হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে, ফলে ভোগান্তিতে ছিলেন ফাঁড়ির পুলিশ সদস্য সহ কয়েকটি পরিবার। কিন্তু করোনার এহেন পরিস্থিতে সরকারি বাজেটের উপর ভরসা না`করে ফাঁড়ির ইনচার্জ মো. নজরুল ইসলাম ফাঁড়ির সবাইকে নিয়ে কাঁচা রাস্তায় ইট বসিয়ে চলাচলের যোগ্য করে মানবিকতার পরিচয় দিলেন।
এবিষয়ে, ফাঁড়ির ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, ফাঁড়ি`র চলাচল রাস্তায় কয়েকটি পরিবার থাকলেও যেহেতু অামাদের নিজেদের প্রয়োজন বেশী হয় সেহেতু অন্য মানুষ দিয়ে কাজ করার চাইতে আমরা নিজেরাই করার উদ্যোগ নিলাম। এটা আগে ছিল মাটির রাস্তা, বৃষ্টির পানিতে চলাচল করতে খুবই কষ্ট হতো, তাই আমরা ইট বসিয়ে ইতিমধ্যে ২০০ ফুট সংস্কারের কাজ শেষ করলাম। এবং বাকি অংশ আজ কিলিয়ার করা হবে বলে জানান তিনি।
এদিকে এমন উদ্যোগ জনক কাজ কখনো দেখেনি বা হয়নি বলে জানান ফাঁড়ির আশেপাশে বসবাসরত এলাকার মানুষ। ফাঁড়ির পুলিশ সদস্যদের এমন নিঃস্বার্থ কাজ দেখে ধন্যবাদ জানান তারা।