সাভারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
তারিথ
: ০৭-১২-২০২০
সাভার প্রতিনিধি :
সাভারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সাভারে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা।
বিকাল ৪ টায় গেন্ডা উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি সাভার সিটি সেন্টারের সামনে এসে শেষ হয় । এসময় সাভার উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মঞ্জুরুল আলম রাজীব বলেন , একটি কুচক্রী মহল বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশের পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে, এদের কাউকে ছাড় দেওয়া হবে না । এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ডা: এনামুর রহমান বলেন ,এদেশে বঙ্গবন্ধুর হত্যাকারী সহ কোন কুচক্রী মহলের স্থান নেই আর হবেনা । তিনি আরো বলেন যারা ভাস্কর্য ভেঙেছেন তাদের এক এক করে চিহ্নিত করা হচ্ছে তাদেরকে কোন ছাড় দেয়া হবে না ।