কুমিল্লার চান্দিনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এমজিএসপি প্রকল্পের আওতায় ও বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় ৮ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত চান্দিনা পৌর কমিউনিটি সেন্টার উদ্বোধন করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ওই কমিউনিটি সেন্টার উদ্বোধন করেন প্রধান অতিথি- সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন - চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, সাংগঠনিক সম্পাদক প্রফেসর এনায়েত উল্লাহ ভূঁইয়া, চান্দিনা থানা অফিসার ইনচার্জ শামস উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ। এতে ৫নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জাফর উল্লাহ আজাদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- পৌরসভার সচিব মো. ইউসুফ আলী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুরুজ ভূঁইয়া।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আবদুল জলিল, সহ-সভাপতি মো. আকতার আহমেদ নাদিম কাউন্সিলর, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুল রহিম, পৌর কাউন্সিলর মো. আবদুর রব, মো. শাহজাহান সরকার, মো. তাজুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. আবদুস ছালাম, মো. দুলাল মিয়া, মহিলা কাউন্সিলর মিনোয়ারা বেগম, নাছরিন আক্তার, রাবেয়া বেগম, বরকইট ইউনিয়ন চেয়ারম্যান মো. আবুল হাশেম, এতবারপুর ইউনিয়ন চেয়ারম্যান একেএম মামুনুর রশিদ আবু, জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম সওদাগর, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক আবদুল হান্নান স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মো. মাসুমুর রহমান, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. আলী হোসেন, মো. মিজানুর রহমান, মো. মনির হোসেন, পৌর যুবলীগ সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক প্রমুখ।