সোমবার ২০ জুলাই গাজীপুর ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, গাজীপুর কর্তৃক জেলার সার ডিলারদের ডিএপি সার ভর্তুকি বাবদ বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব এস. এম. তরিকুল ইসলাম। বাংলাদেশ কৃষি প্রধান দেশ।কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস, সুষম ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধকরণ, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ পরিবেশবান্ধব টেকসই খাদ্য নিরাপত্তার স্বার্থে সরকার ডিএপি সারের মূল্য ডিলার এবং কৃষক পর্যায়ে প্রতি কেজিতে ৯ টাকা হ্রাস করেছে।
এখন কৃষক পর্যায়ে ডিএপি সারের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি কেজি ২৫ টাকা থেকে কমিয়ে ১৬ টাকা এবং ডিলার পর্যায়ে প্রতি কজি ২৩ টাকা থেকে কমিয়ে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সারের দাম কমানোর কারণে সরকারকে অতিরিক্ত ৮০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। প্রতি বছর সরকার কৃষি কাজে সার বাবদ কৃষকদের ৭ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়। গাজীপুর জেলার ৮৯ জন ডিলারকে ৫৯ লক্ষ ৮৫ হাজার ৪৫০ টাকা ভর্তুকি প্রদান করা হয়েছে।