শিশু একাডেমিতে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বাষিকী উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত
তারিথ
: ১৫-০৮-২০২০
মুন্সীগঞ্জ প্রতিনিধি :
১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী। এই শাহাদৎ বাষিকী যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করার লক্ষে মুন্সীগঞ্জ জেলা শিশু একাডেমি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে। জেলা প্রশাসনের দিক নির্দেশনায় জেলা শিশু একাডেমি শিশুদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আয়োজন করে। গত ১৫ই আগস্ট সকাল ১০টার মধ্যে আঁকা ছবি ও রচনা ই-মেইলে অথবা সরাসরি জেলা শিশু একাডেমির অফিসে শিশু ও কিশোররা জমা দিয়েছে। চিত্রাঙ্কনে ক, খ ও গ গ্রুপের মধ্যে এবং রচনা প্রতিযোগিতায় ক ও খ এই ২ গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে জয়ী হয়েছে। নোবেল করোন ভাইরাসের কারনে শিশুদের কলরবে মুখরিত হয়ে উঠেনি শিশু একাডেমি প্রাঙ্গন। তারা বাড়িতে বসেই ছবি আকেছে এবং রচনা লিখে শিশু একাড়েমি অফিসে জমা দিয়েছে। গত ১৫ই আগস্ট বিচারকদের বিবেচনায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বীর মুক্তিযেদ্ধা মতিউর ইসলাম হিরু এবং চিত্র শিল্পী সেন্টু সরকার সাংবাদিক নজরুল হাসান ছোটন ও কাজী বিপ্লব হাসান । জেলা শিশু বিষয়ক কর্মকর্তা দেওয়ান হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, করোনা ভাইরাসের কারনে অন্যান্য প্রতিযোগিতা বাদ দিয়ে শুধু ছবিআঁকা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তারপরও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সহ ব্যপক সংখ্যক ছাত্র-ছাত্রি এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে বিজয়ী হয়েছে।