রায়পুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর রায়পুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রায়পুর থানা পুলিশ। আজ বুধবার সকালে (২৮ অক্টোবর) রায়পুর পৌর ২নং ওয়ার্ডে সুমি আক্তার (২৫) নামে ঘরের আড়ার সঙ্গে ঝুলে থাকতে দেখেন তার। স্বামী কিরন। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন।জানা যায় কিরনের বাড়ি রায়পুর হায়দরগঞ্জ এলাকায় এবং তার স্ত্রীর বাড়ী দূর্গপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় কিরন ২ বৎসর জসিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। কিরনের স্ত্রী ঋণগ্রস্থ ছিলেন বলে জানা যায়। সুমির দুই ছেলে সন্তান বড় ছেলে রিপাত এবং এমরান। এই ঘটনায় সুমির স্বামী কিরনকে অজ্ঞান অবস্থায় দেখা যায়। সুমির মা দ্য সার্স লক্ষ্মীপুর প্রতিবেদককে জানান, আমার মেয়ে ও জামাইর মধ্যে কখনো ঝগড়া বিবাদ ছিল না। জামাই কিরন ছেলে হিসেবে ভালো। এই বিষয়ে রায়পুর থানার এস আই কামাল বলেন, এটি আত্মহত্যা নাকি হত্যা ময়না তদন্তের রিপোর্ট আসলে জানা যাবে।