নীলফামারীতে স্বেচ্ছাসেবকলীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
তারিথ
: ২৭-০৭-২০২০
নীলফামারী প্রতিনিধি :
নানান আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার সংগঠনের উদ্যোগে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসুচীর মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল, খাদ্য সামগ্রী ও গাছের চারা বিতরণ।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা আওয়ামলীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান বক্তব্য দেন, জেলার স্বেচ্ছাসেবক লীগের সহ সাধারন সম্পাদক ও নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ আবু হাসান এবং জেলার সাংগঠনিক সম্পাদক রাসেল আমিন স্বপন বক্তব্য দেন।
পরে শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবন্ধী ও নরসুন্দর ১৫০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং বিভিন্ন জনের মাঝে দুই হাজার গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর ৫০তম জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।