কাহালুতে ৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান
তারিথ
: ২০-০৬-২০২১
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৩০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান করা হয়েছে। গতকাল রবিবার গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যার্চুয়ালি যুক্ত হয়ে গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর পরই এখানে উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান গৃহহীন ৩০ টি পরিবারের কাছে জমির দলিল এবং বাড়ির চাবি হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন উপজেলা ভাইচ চেয়ারম্যান আঃ রশিদ লালু ও মোছাঃ রওশন আরা।