নীলফামারীতে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনা কর্মসূচির আওতায় ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকাল(১২ নভেম্বর) নীলফামারী সদর উপজেলা কৃষি অফিস কামরুল হাসানে রিষা ফসল উৎপাদন বাড়ানোর লক্ষে বিনা মুল্যে সারও বীজ বিতারণ করা। ২০২০-২১ অর্থবছরে প্রাকৃতিক দুর্যোগের কারনে ক্ষয়-ক্ষতি পুষিয়ে নিতে কৃষি প্রণোদনা কর্মসূচি এর আওতায় প্রতিজন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিঘা প্রতি ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ১০,১ কেজি সরিষা বীজ দেওয়া হয়।নীলফামারী সদর উপজেলা কৃষি অফিসে,সরিষা ফসল উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষকদের মাঝে এক বিঘা জমিতে রোপণের উপযোগী সার ও সরিষার বীজ দেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস-চেয়ারম্যান দীপক চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রব, নীলফামারী সদর কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামসহ আরও অনেকে।