বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে এতিমখানায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়েছে। বিরামপুর শালবাগান এতিমখানা মাদ্রাসায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ। উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচিতে সরকারি কলেজ চত্বরে বৃক্ষচারা রোপন করেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান , দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।