নড়াইলে নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক দুদিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত
তারিথ
: ২০-০৬-২০২১
নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক দুদিনব্যাপী সেমিনার রোববার শেষ হয়েছে।নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে শনিবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত সেমিনারের প্রথমদিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান। নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো: শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম, জেলা সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান জামী,শাহাবাদ ইউপির চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্না। এছাড়া সেমিনারে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া, শাহাবাদ, মুলিয়া ও আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি মেম্বর (সদস্য),চৌকিদারসহ বিভিন্ন শ্রেণীপেশার পায় ১০০জন অংশগ্রহণ করেন।