র্যাবের এক অভিযানে একটি পাইপ গান ও একটি ছোরাসহ এক ডাকাতকে আটক করা হয়েছে। গতকাল রবিবার (০৫ জুলাই) সকাল ৮টার সময় র্যাব- ১৪ এক অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটক ডাকাত মানিক মিয়া (২৫) জেলার মিঠামইন উপজেলার বড়কান্দা গ্রামের আবু বকরের পুত্র। র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার ল্যাফ. এম. শোভন খান জানান, মিঠামইন থানার চিহ্নিত ডাকাত মানিক মিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন সুতারপাড়া এলকায় অবস্থান করছে এবং সেখান থেকে নিয়মিতভাবে বিভিন্ন ডাকাতি ও গরু চুরিতে অংশগ্রহণ করে আসছিল। উক্ত তথ্যের ভিত্তিতে রবিবার সকালে তারা করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী ১টি পাইপ গান ও ১টি ছোড়াসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে করিমগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।