বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে ৯ই মে ৩জনের শরীরে করোনা রোগী শনাক্ত হওয়ার পর ১২ই মে আরও এক জন পুরুষ(৫৫) বছর বয়েসের রোগী পাওয়া গেছে। বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সোলেমান মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, আক্রান্ত ব্যক্তি ঢাকায় কাজ করতেন। এখন তাকে বিরামপুর মুক্তিযোদ্ধা ভবনে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে এই নিয়ে চার জনকে রাখা হলো। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র্র সুত্রে জানা গেছে, করোনা শনাক্ত হওয়া পুরুষ বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়ানের বেপারিটোলা বাজারের দামার পাড়ার বাঁশবাড়ী গ্রামের, এই ব্যক্তি ঢাকা ফেরত। করোনা আক্রান্ত ব্যক্তি গত ৭ই মে নমুনা সংগ্রহ করা হয়েছিলো। বিরামপুর থেকে আজ ১২মে পর্যন্ত ১২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান জানান করোনা আক্রান্ত রোগীদের বাড়ী সহ ঐ গ্রাম গুলোর বেশ কিছু বাড়ী লকডাউন করা হয়েছে । যাতে এই রোগে আক্রান্ত আর কারো শরীরে বিস্তার করতে না পারে এবং রোগীকে সার্বক্ষনিত চিকিৎসা ও খোঁজ খবর রাখা হচ্ছে।