মাদারীপুর জেলার কালকিনি থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বাবলু সরদার(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সে থানা এলাকার চর-ঠেংগামারা গ্রামের শাজাহান সরদারের ছেলে।
কালকিনি থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে কালকিনি থানার উপপরিদর্শক হাসিব এর নেতৃত্বে এ.এস.আই জিয়া, এ.এস.আই লব কুমার শাহা ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চরঠেংগামারা গ্রামের সিরাজ সরদারের বাড়ির উঠান থেকে বাবলু সরদারকে মাদক সহ গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কালকিনি থানার অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দিন মৃধা বলেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত । তার বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে ।