নীলফামারী জেলার স্বেচ্ছাসেবক লীগের ধান কাটা কর্মসূচি পালন
তারিথ
: ১২-০৫-২০২০
স্বপ্ন আক্তার,নীলফামারী জেলা প্রতিনিধি :
নীলফামারীতে গরিব কৃষকের ধান কাটা কার্যক্রমের শুভ সুচনা করলেন নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, নেতাকর্মীদের নিয়ে আজ সদর উপজেলার টুপামারী ইউনিয়নের সরকার পাড়ার রুবিয়া বেগম এর ৪৫ শতক জমির ধান কেটে দেন।রুবিয়া বেগম সাংবাদিকে জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ঘোষিত লকডাউন থাকায় শ্রমিক সঙ্কট দেখা দিয়েছে। মাঠে ধান পাকলেও সেই ধান কাটার কোনো ব্যবস্থা করতে পারছিলাম না। এ সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন নীলফামারী জেলার স্বেচ্ছাসেবক লীগের কামরুজ্জামান কামরুল ও দীপক চক্রবর্তী স্বেচ্ছাসেবক লীগের নেতা সাংবাদিকে জানান, করোনা ভাইরাসের কারণে চলতি মৌসুমে অন্য জেলা থেকে শ্রমিক না আসায় বিপাকে পড়েছেন সাধারণ কৃষকরা। ক্ষেতে ধান পেকে গেলেও শ্রমিকের অভাবে তা ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন তারা। এ অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা দেশরত্ন শেখ হাসিনা নির্দেশনায় কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার ব্যবস্থা করছি আমরা। কোনো অসহায় কৃষক যদি টাকার অভাবে ধান কাটতে না পারে তাহলে আমাদের কে জানালে আমরা নিজের অর্থায়নে তার ধান কেটে দেওয়ার ব্যবস্থা করবো।
তিনি আরও জানান, আজ থেকে প্রতিটি ওয়ার্ডে কমিটি করে আমাদের উপজেলা, পৌরসভা, কলেজ, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপজেলার সকল সাধারণ কৃষকের ধান সম্পূর্ণভাবে কেটে ঘরে তুলে দেওয়া হবে। সকল কৃষকের ধান কেটে ঘরে না তোলা পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
কৃষকের ধান কাটল জেলা স্বেচ্ছাসেবক লীগ শীর্ষ নেতারা
এসময় উপস্থিত ছিলেন-জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী উপজেলা ভাইস চেয়ারম্যান ,স্বেচ্ছাসেবক লীগের সহ সাধারণ সম্পাদক আবু হাসান ,মোঃনাজিনুর রহমান জেলার সহ সভাপতি, টুপামারী ইউনিয়ানের সভাপতি আব্দুল মজিদ ও সাধারন সম্পাদক, মাহমুদুল হাসান মাসুম ,উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আব্দুল কাশেম শাহ, সহ দলের স হ শতাধিক নেতাকর্মী ধান কাটায় অংশ্য গ্রহণ করেন।