বিটিভিতে মুজিব বর্ষে নতুন গান গেয়ে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন নতুন প্রজন্মের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী কিশোরগঞ্জের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম আশরাফউদ্দিন খান মরু মাস্টারের বড় ছেলে মনিরুজ্জামান খান জোসেফ তাঁর মাতা সৈয়দা মাসহুদা আশরাফ।
তিনি বঙ্গবন্ধুকে নিয়ে অসংখ্য গান কবিতা দীর্ঘ এক যুগ ধরে লিখে আসছে এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা বই বিজয়ের প্রদীপ ভাষা শৈলী প্রকাশনী থেকে প্রকাশ করেন এবং ২০১৬ সালে।
মুক্তিযুদ্ধ যাদুকরে বঙ্গবন্ধুকে নিয়ে ১০টি গানের একটি এ্যালবাম ২০১৬ সালে মোরক উন্মোচন করেন কবি অসীম সাহা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড. মিল্টন বিশ্বাস, আবুল কালাম আজদের উপস্থিতিতে।
তাঁর লেখা সুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলাও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ শিশু একডেমি কতৃক মুজিব বর্ষের শুভেচ্ছা তোমায় মহান নেতা শুভেচ্ছা তোমায় জাতির পিতা শিরোনামে শুভজন্মদিনের গানটি বিটিভিতে ২০২০-১৭মার্চ সকালে সম্প্রচারিত হয়।
তার নিজস্ব চ্যানেল bangla music zone ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গানগুলি ভাইরাল । বঙ্গবন্ধুকে নিয়ে এ পর্যন্ত ৭০টি গান রেকর্ড হয়েছে উল্লেক যোগ্য খোকা তুমি জন্মেছিলে বলেই জন্মেছে এই দেশ শিরোনামে গানটি কোটি দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছে, তুমি মুজিবর তুমি একাত্তর, চেতনাময়ি কবি তুমি স্বাধীনতার রবি, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হলে জাতির পিতা পরাধীনতার ভাঙলে শিকল অানলে স্বাধীনতা শিরোনামে গানগুলি অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি হৃদয়ে স্থান করে নিয়েছে। মাদক,জঙ্গিসন্ত্রাস বিরোধী, ক্রিকেট, প্রেম, বিরহসহ অসংখ্য গানের রচিয়তা ও সুরকার এই প্রতিভাবান লেখক সুরকার ও কণ্ঠ শিল্পী মনিরুজ্জামান খান জোসেফ।
জাতির শ্রেষ্ঠ সন্তানূের প্রতি শ্রদ্ধা রেখে স্বাধীনতার ৫০ বছরের রজত জয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা জানাই তোমাদের শ্রদ্ধা এমন একটি গান আসছে ইউটিউব চ্যানেল bangla music zone থেকে। এ প্রতিবেদকেরবসাথে কথা হলে মনিরুজ্জামান খান জোসেফ জানান বঙ্গবন্ধুকে নিয়ে নিজ খরচে গান করছি বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার টানে তবে তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে গানগুলি পৌছাতে এপিস ২ গাজী হাফিজুর রহমান লিকু ভাইয়ের কাছে বেশ কয়েকবার গিয়েছি সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিতে এখন প্রধানমন্ত্রীর হাতে নিজে এই গানগুলি পৌছাতে ও গান শুনাতে পারলে নিজেকে ধন্য মনে করতাম