শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় মাদক ব্যবসায়ী রেজাউল করিম রাজু(৫০)মৃতদেহ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ । ২০ অক্টোবর রবিবার ভোরে শ্রীবরদী থানার কাকিলাকুড়া ইউনিয়নের দিগাদার গ্রামের ধানক্ষেতে মাদক ব্যবসায়ী রাজুর লাশ পড়ে থাকতে দেখতে পায় এলাকাবাসী । রাজু গড়খোলা গ্রামের মৃত মোনায়েমের ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা যায়,রাজু দীর্ঘদিন ধরে মাদকব্যবসার সাথে জড়িত। তার নামে একাধিক মাদক মামলা থাকায় সে বিভিন্ন জায়গায় পালিয়ে থেকে রাত কাটায়। অাজ ভোরে এলাকাবাসী ধানক্ষেতে লাশ দেখতে পেয়ে শ্রীবরদী থানা পুলিশকে খবর দেয়।পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রহুল বলেন লাশটি মাদক ব্যবসায়ী রাজুর বলে প্রাথমিক ভাবে নিশ্চিত করেছেন। তিনি অারও বলেন রাজুর গায়ে কোন রকম দাগ বা চিন্হ না থাকায় অপমৃতু্্য বলে মামলা করা হচ্ছে। তবে লাশটি ময়নাতদন্ত করার পর বলা যাবে কি কারনে মারা গেছেন।