সাভারে আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাঠগড়া মন্ডল পাড়া এলাকায় গত শনিবার রাত আনুমানিক ১২ টার দিকে রাজিয়া সুলতানা নামে (২৬) এক গৃহবধূকে নির্মম ভাবে খুন করা হয়েছে। আব্দুল রশিদ মাষ্টারের বাড়ীর ভাড়াটিয়া রাজিয়া সুলতানা বগুড়া জেলা ধনুট থানার চালাপাড়া গ্ৰামের মৃত আতাউর রহমানের মেয়ে বলে জানা গেছে। তিনি গত দুইমাস ধরে রশিদ মাষ্টারের বাসার একটি টিনসেড রুম ভাড়া নিয়ে একাই বসবাস আছেন। গত কয়েকদিন হলো তার বোনের ছেলেকে তার সাথে রাখেন। গত রাত ১২ দিকে মোবাইলে কথার বলার সময় তিনি ঘর থেকে বের হয়ে আসে এরপর আর ঘরে ফিরে নাই। পরে সকালে লোক মারফতে শুনতে পায় তাকে খুন করা হয়েছে বলে সে জানায়। গৃহবধূকে প্রথমে বাসার পাশে বাঁশ ঝাড়ের মধ্যে খুন করে খুনিরা প্রায় দেড়শত গজ দূরে হাজী রহমানের বাড়ীর পাশে রাস্তা ফেলে খুনিরা পালিয়ে যায়। ভোরে খবর পেয়ে আশুলিয়া থানা লাশটি উদ্ধার করে এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়ার থানার এস আই মিরাজ বলেন প্রাথমিক ভাবে জিজ্ঞাসা করার জন্য জিয়াউর রহমান জিয়া নামে এক যুবককে আটক করা হয়েছে,,