বাইপাইল আশুলিয়ায় একটি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় করিম সুপার মার্কেটের নিচতলায় আনজিরা অ্যাপারেলস লিমিটেড কারখানার ঝুটের গুদাম থেকে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় আনজিরা অ্যাপারেলস কারখানার নিচতলায় ঝুটের গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। কিছু সময়ের মধ্যে পুরো গুদামে আগুন ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের সঙ্গে আশপাশের ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ইউনিট।’ তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেনি।