কুষ্টিয়া বাড়াদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এর ২য় ও ৩য় তলার সম্প্রসারন কাজের শুভ উদ্বোধন
তারিথ
: ১০-১২-২০১৯
জেলা প্রতিনিধি কুষ্টিয়া : মঙ্গলবার ১০-১২-২০১৯ ইং তারিখে সকাল ১০ ঘটিকার সময়ের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২য় ও ৩য় তলার সম্পসারিত কাজের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমার । উদ্বোধন পর্ব অনুষ্ঠানে বক্তব্যে চেয়ারম্যান আতাউর রহমার আতা বলেন, বর্তমান বিদ্যালয়ে সর্বোচ্চ অবকাঠামোগত উন্নয়ন ও গুণগত উৎকর্ষতা হচ্ছে। তিনি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের চলমান প্রকল্পের প্রদানের জন্য বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহাবুব উল আলম হানিফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এসব উন্নয়প্রকল্পগুলো আমাদের বিদ্যালয়ের প্রাণের সম্পদ। তাই প্রকল্পগুলো বাস্তবায়নের চ্যালেঞ্জকে মোকাবেলা করে আমাদেরকে সঠিক সময়ের মধ্যে পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে।
তিনি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চলমান প্রকল্প বাস্তবায়নে দল মত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন। উদ্বোধন পর্ব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোঃ হেলাল উদ্দিন কাউন্সিলর ১৬নং ওয়ার্ড,বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ নুন্তা সাবেক সভাপতি ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ,মোঃ ময়েন উদ্দিন সাধারন সম্পাদক ১৬ নং ওয়ার্ড আওয়ামীলী,মোঃ মহিদুল ইসলাম কাউন্সিলর ১৫ নং ওয়ার্ড,মোঃ আলাউদ্দিন চাষী সভাপতি ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ। উপস্থিত ছিলেন মোঃ বশির উদ্দিন, মোঃ আব্দুল আলিম, মোঃ চাঁদ আলী,ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা,ও ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।