বাঁশখালীতে বেগম রোকেয়া দিবসে সফল নারী হিসাবে পুরুস্কার পেলেন রিজিয়া
তারিথ
: ১০-১২-২০১৯
মোঃ আনোয়ার বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি :
বাঁশখালীতে দূর্নীতি দমন কমিশন ও উপজেলা প্রশাসনের উদ্যেগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস ২০১৯ উপলক্ষে উপজেলার শ্রেষ্ট নারীকে সংবর্ধনা পুরুস্কার প্রধান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃশান কৃশাণী প্রশিক্ষণ কেন্দ্র এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ জয়িতা নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তারের সভাপতিত্বে ও দূর্নীতি দমন কমিশনের সাধারন সম্পাদক সাহাব উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য স্হানীয় সাংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা শ্যামলী দাশ, কৃষি অফিসার আবু ছালেক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূইয়া, নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাকেরা শরীফ, মৎস কর্মকর্তা মাহবুবুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা মনিরুজ্জমান দেওয়ানজী, সমাজসেবা কর্মকর্তা অনিক রায়, পল্লী বিদ্যুৎ ডিজিএম নাজিম উদ্দীন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আসিফুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দীন চৌধুরী সহ দলীয় ও স্হানীয় গন্যমান্য ব্যক্তি প্রমুখ। অনুষ্ঠানে সফল জননী হিসেবে শ্রেষ্ঠ জয়িতা নারী হলেন ৫নং কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদাত আলমের মাতা রিজিয়া বেগম,তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।