আসুন সমবায়ের যাদুম্পর্শে সুপ্ত গ্রাম বাংলাকে জাগিয়ে তুলি
তারিথ
: ০২-১১-২০১৯
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্ধগঞ্জ্ উপোজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান বলেছেন ,আসুন সমবায়ের যাদুস্পর্শে সুপ্ত গ্রামবাংলাকে জাগিয়ে তুলি। নব-সৃষ্টির উম্মাদনায় আর জীবনের জয়গানে তাকে মুখরিত করি। গত ২ নভেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সমবায় দিবসের এক অলোচনায় প্রধান অতিথি হিসেবে আব্দুল লতিফ প্রধান উপরোক্ত কথাগুলি বলেছেন। বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন প্রতিপাদ্যকে সামনে রেখে সমবায়ীদের বণ্যট্য র্যালি ,জাতীয়ও সমবায় পতাকা উত্তোলন,আলোচনা সভা ইত্যাদি। সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিনালয়তনে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষœ বর্মনের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,সমবায় অফিসার আব্দুল জলিল, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান টুকু, রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক বি .কম শিখা দত্ত, ফাঁসিতলা হাট ও ট্রাক বন্দোবস্ত কারি সমবায় সমিতির সাধারণ সম্পাদক একে এম মেহেদী হাসান, প্রেসক্লাব গোবিন্দগঞ্জের সভাপতি শাহ রফিকুল ইসলাম, নিপো সমবায় সমিতির সভাপতি আহম্মদ উল্লাহ প্রমুখ।