ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় থানা পুলিশ এর বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ১১ জনের আটকের ঘটনা ঘটেছে।
তারাকান্দা থানা পুলিশের এস.আই সবুর বলেন, গতকাল রাত আনুমানিক ১২ ঘটিকায় উপজেলার ভালকী গ্রাম থেকে ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে ওয়ারেন্টভুক্ত ৫ আসামীকে গ্রেপ্তার করি। আমি এবং এস.এস.আই মামুন মিয়া, নোমান, মাহমুদ, নজরুল, মিলন, সঙ্গীয় ফোর্সসহ রাতের বিশেষ অভিযানে ভালকী গ্রামের ওয়ারেন্টভুক্ত আব্দুর রহমান আব্দুল জলিল, মজনু মিয়া, ইব্রাহিম এবং মধুপুর গ্রামের শাহাজাদা রনিকে আটক পূর্বক গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে প্রেরণ করি। তারাকান্দা থানা পুলিশ একই রাতে জুয়া খেলার অপরাধে ঢাকিরকান্দা গ্রামের মনির হোসেন, মনিরুল ইসলাম, জালাল উদ্দিন, আক্কাছ উদ্দিন, ইসমাইলকে আটক করে। চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদক, জঙ্গি ও সন্ত্রাস মুক্ত তারাকান্দা গঠনের লক্ষ্যে পরিচালিত অভিযানে ১শ গ্রাম গাঁজাসহ আটক হয় রণকান্দা গ্রামের আনারুল ইসলাম। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, বিশেষ অভিযান ২৯ ফেব্র“য়ারী পর্যন্ত চলবে। সন্ত্রাস, দুর্নীতি ও মাদক মুক্ত তারাকান্দা উপজেলা গড়তে বিশেষ অভিযানের পরও আমাদের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এটা দুঃষ্কৃতিকারীদের জন্য অশনী সংকেত হিসেবে জানানো যেতে পারে।