মোঃ জিয়াউর রহমান জামী,নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলের ইতনায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নড়াইল ২ আসনের মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিনমোর্ত্তজার গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে । গতকাল ইতনা শতদল মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ ক্যাম্প চলে । এতে মেডিসিন , দন্ত , হৃদরোগ, গাইনী সহ বিভিন্ন বিষয়ের ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ রাশেদ শেখ, ডাঃ দীপ বিশ্বাস সুদীপ, ডাঃ তনিমা রহমান ও ডাঃ সুমা দেবী বিশ্বাস রোগীদের ফ্রী চিকিৎসা দেন । হঠাৎ বিনা পয়সায় বড় বড় ডাক্তারের চিকিৎস নিতে পেরে ঐ এলাকার গরীব মানুষেরা বেজায় খুশি হয়েছেন । তারা জীবনে এমন সুজোগ আগে কখনও পাননি বলে জানান । এমপি মাশরাফি তাদের ফ্রী চিকিৎসার জন্য ডাক্তার পাঠিয়েছেন শুনে গ্রামের গরীব মানুষেরা চিকিৎসা নিতে ছুটে এসেছেন । তারা অনেকে দুহাত তুলে মাশরাফির জন্য দোয়া করেছেন । তাদের দাবী কিছু দিন পর পর যদি এরকম ফ্রী মেডিকেল ক্যাম্প হয় তাহলে তারা অনেক উপকৃত হবেন ।