এম,ইব্রাহিম খলিল,সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুন্ড সোনালী ব্যাংক কর্মকর্তা এফ এম দেলোয়ার হোসেনের (৬০) অকাল মৃত্যুতে শোক জানাজায় শিক্ষা মন্ত্রণায়য়ের অতিরিক্ত সচিব আহমেদ শামীম আল রাজী , সীতাকুন্ড পৌর সভার মেয়র ও আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল ্আলম। সাবেক ব্যাংক কর্মকতা দেলোয়ার হোসেন ১৫/১১/২০১৯ইং বিকাল সাড়ে তিনটায় ফার্ক ভীউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজিউন তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তার পরিবারের প্রতি সমবেদনা ও আত্মার শান্তি কামনা করেন। শনিবার সকাল সাড়ে ১০টায় তার জানাজা বাদুল্লা দর্জি বাড়ির ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণায়য়ের অতিরিক্ত সচিব আহমেদ শামীম আল রাজী , সীতাকুন্ড পৌর সভার মেয়র ও আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল ্আলম , পৌর সভার কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামীম,চট্টগ্রাম সীতাকুন্ড সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মানিক,সাবেক সভাপতি গিয়াস উদ্দিন,সাধারণ সম্পাদক আলী আকবর জাসেদ, ১নং সৈয়দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরা উদ দৌলা , বিএনপি নেতা এনামুল বারী,২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মামুন এবং অঙ্গ সংঘঠনের নেতৃবন্দ ইউপি সদস্য মোমিনুল হক ভুঁইয়াসহ সকল স্তরের মানুষ ঢল । গভীর শোক প্রকাশ করেন ভিবিন্ন প্রতিষ্টান ও সংগঠন মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান । মৃত্যুকালে স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা,দুই পুত্র অসংখ্য গুনগাহী রেখে গেছেন ।সোনালী ব্যাংক সাবেক এ জি এম মরহুম এফ এম দেলোয়ার হোসেনের (৬০) দক্ষিণ বগাচতর এলাকার মরহুম জুনাব আলী মাষ্টারের (চতুর্থ)ছোট পুত্র।জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ।