ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
তারিথ
: ২৬-০২-২০২০
গজারিয়া(মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মুন্সীগঞ্জে গজারিয়ায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৫৭৩জন। এর মধ্যে ৪৭৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে আটজন অভিভাবক সদস্য প্রার্থী অংশ নেন। এদের মধ্যে মিন্টু খন্দকার ২৫৪ ভোট, নজরুল সিকদার ২২৮ ভোট, আবুল কালাম ২১৮ ভোট ও মুকবুল হোসেন ২১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন। তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, কোন রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অভিভাবকদের স্বত:স্ফুর্ত উপস্থিতি ভোট গ্রহণ সম্পন্ন হয়। পরে বিজয়ীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন এলাকার সুধী সমাজ।