সীতাকুন্ডে ভ্রাম্যমান আদালতের অভিযান তিনটি ট্রাভেল এজেন্সী সিলগালা
তারিথ
: ২২-০১-২০২০
সীতাকুন্ড প্রতিনিধি : সীতাকুন্ডে ভ্রাম্যমান আদালত তিনটি হজ্ব কাফেল এন্ড ট্রাভেল এজেন্ট সিলগালা করে বন্ধ করে দিয়েছে এবং কনিকা সুইট বেকারী ও মোটরযান কে জরিমানা করেছে বুধবার বিকাল ৪টায় এক্্রকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার সৈয়দ মাহবুবুল হক এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালত হয়। এ সময় উপস্থিত ছিলেন সেনেটারী ইন্সপেক্টর বিবি ফাতেমা ও সীতাকুন্ড মডেল থানার পুলিশ ,ভুমি অফিসের প্রধান সহকারী নাসির উদ্দিন প্রমুখ । তিনটি অবৈধ ট্রাভেল এজেন্ট এন্ড হজ্ব কাফেলা সিলগালা করে বন্ধ করে দিয়েছেন । সিলগালাকৃত ট্রভেল এজেন্ট এন্ড হজ্ব কাফেলা হল এম হেদায়েতের তত্বাবধানে আল ইফাদা ট্রাভেল এন্ড হজ্ব কাফেলা এই হজ কাফেলার বিরুদ্ধে লাইসেন্স প্রাপ্তরা অনেক অভিযোগ ফল পায় নাই , থ্রী স্টার ট্রাভেল এন্ড হজ্ব কাফেলা, এয়ার বাংলা ইন্টারন্যশনাল । এই অবৈধ ট্রাভেল এন্ট ও হজ কাফেলা নামে অবৈধ ব্যবসা করছে অনেক দিন যাবৎ। আর ও অনেক ট্রাভেল এজেন্টের ও হজ কাফেলার নামে শাখা খুলে মাথা পিছু হাজিদের নিয়ে মুল এজেন্টর নিকট বিক্রি করে থাকে বলে জানা গেছে। ভাড়ার চাট নাথাকায় মোটরযান কে এক হাজার টাকা ও কনিকা সুইট এন্ড বেকরী কে দশ হাজার টাকা জরিমানা করেছে কুলিং কর্নার কে দুইশত টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত ।