মহেশপুরের আজমপুর ইউনিয়নে কিশোর কিশোরী ক্লাব শুভ উদ্বোধন
তারিথ
: ০৯-১২-২০১৯
ঝিনাইদহ প্রতিনিধি :
শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা এ শ্লোগানকে সামনে রেখে ০৯ ডিসেম্বর সোমবার বিকালে ঝিনাইদহ জেলার আজমপুর ইউনিয়নের বিদ্যাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আজমপুর ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাব শুভ উদ্বোধন করা হয়।
আজমপুর ইউনিয়ন পরিষদের ১ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য রহিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমজাদ হোসেন, প্রধান আলোচক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আজমপুর ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি ও বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ রকিব উদ্দিন, ঝিনাইদহ জেলা সৈনিক লীগ সভাপতি মোঃ আজিজুর রহমান মন্টু, বিদ্যাধরপুর পোস্ট অফিসের পোস্ট মাস্টার মোঃ ফসিয়ার রহমান, বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিকক্ষ মোঃ আব্দুর রশীদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদুর রহমান ইদ্রিস, ২ নং ওয়ার্ড সদস্য ইমদাদুল ইসলাম, আব্দুল জব্বার, রোকনুজ্জামান মিঠু, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ খাঁন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালিত হয় মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর অর্থায়নে মহেশপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এর আয়োজনে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক শামীম খাঁন।