বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসাবে নেত্রকোণায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার ১০ই ডিসেম্বর সকাল ১০ টায় বিএনপির দলীয় কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা জেলা বিএনপির আহব্বায়ক ড.আনোয়ারুল হক এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিক হিলালী।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক খালেদ সাইফুল্লাহ মুন্না, কৃষকদল সভাপতি সালাহ্ উদ্দিন খান মিলকী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার,সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ
বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন, জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু।
সমাবেশে বক্তারা বলেন, সরকার আইন বিভাগকে প্রভাবিত করে একের পর এক মামলা দিয়ে দীর্ঘদিন যাবৎ কারাগারে আটকে রেখেছেন।
আমরা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।