মহেশপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস অনুষ্ঠিত
তারিথ
: ০৯-১২-২০১৯
অনলাইন ডেস্ক :
সোমবার সকালে ঝিনাইদহের মহেশপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে পথসভা-র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুজন সরকারের নেতৃত্বে পথ সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল,পৌর মেয়র আব্দুর রশিদ খান,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আবু হানিফ,পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন লিটন,সদস্য নীলিমা রানী দাস,মহেশপুর থানার ইন্সেপেক্টার (তদন্ত) আমানউল্লাহ, উপজেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজি আব্দুস সাত্তার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা প্রমুখ।