বরুড়ার নিশ্চিন্তপুরে ভয়াবহ অগ্নীকান্ডে ব্যাপক ক্ষতি
তারিথ
: ০৭-০৩-২০২০
বরুড়া (কুমিল্লা)প্রতিনিধি :
বরুড়া পৌরসভার ছয় নং ওর্য়াডের নিশ্চিন্তপুর বাজারে ভয়াবহ অগ্নীকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার সকাল সোয়া আটটার দিকে মুগুজী বাসিন্দা ব্যাবসায়ী হোসেন আহম্মদের দোকানে হঠাৎ আগুন লেগে মুহুর্তের মধ্যে কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে, এ সময় নিশ্চিন্তপুরের হুমায়ুন কবির(সারের ডিলার) মালিকানাধীন কীটনাশক দোকানেও আগুন ধরে ব্যপক ক্ষয়ক্ষতি হয়।প্রত্যক্ষদর্শীরা আরো বলেন হোসেন আহম্মদের দোকানে থাকা কয়েকটি গ্যাসের সিলিন্ডার লিক হয়ে এবং দোকানে থাকা অকটেনের টাংকিতেও আগুন লাগলে আগুনের দীর্ব্রতা কয়েকগুন বেড়ে যায়। আগুন লাগার খবর পেয়ে বরুড়া সদর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।ঘটনাস্থলে উপস্থিত বরুড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার এয়াছিন ইকবাল ইকবাল আরো জানাযায়, সকাল ০৮:৪৫ মিনিটের দিকে প্রথম ফোন আসে আর তখনি ফায়ার সার্ভিসের এগার সদস্যের দুুটি ইউনিট নিশ্চিন্তপুর বাজারে অবস্থান নিয়ে আগুন নিয়ন্ত্রন করে। খবর পেয়ে বরুড়া থানা পুলিশের এস আই আনিসুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনস্থল পরিদর্শন করে এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির একটি দল সেখানে উপস্থিত ছিল। ক্ষয়ক্ষতির ব্যাপারে ডিলার হুমায়ুন কবির জানান তার দোকান পঞ্চাশ লক্ষ টাকার মত বিভিন্ন সার ও কীটনাশক ছিল।