বহুল প্রত্যাশিত ইদিলপুর শিবপুর সড়কের আর সি সি ঢালাইয়ের কাজ উদ্বোধন
তারিথ
: ০৩-১২-২০১৯
এম,ইব্রাহিম খলিল,সীতাকুন্ড প্রতিনিধি : বহুল প্রত্যাশিত সীতাকুন্ড পৌরসভার ইদিলপুর টু শিবপুর সড়ক এর আর সি সি ঢালাইয়ের কাজ শুরু। মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম মঙ্গলবার সকাল ১০ টায় ৮ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডের মানুষের দূর্ভোগের প্রতি সদয় হয়ে কাঙ্খিত এই সড়ক ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন। এম জি এস পির আওয়াতায় প্রায় এগার কোটি টাকা ব্যয়ে এই জন দূভোর্গে বিষয়টি চিন্তা করে পৌর সভার মেয়র এই সড়কের কাজের উদ্যোগ গ্রহণ করে টেন্ডার এর মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্টান নিপা এন্টারপ্রাইজ এই কাজটি পায়। কাজটির প্রাথমিক কাজ শুরু করলে কার্পেটিং বাদ দিয়ে আর সি সি ঢালায়ের সিদ্ধান্ত নেয় পৌর সভা । মন্ত্রাণালয়ের লেখালেখি করে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এ প্রকল্প আর সি সি ঢালাইয়ের নিশ্চিত করেছেন। কাজ শেষ হলে লক্ষ মানুষের স্বপ্নের গাড়ি চলবে দূভোর্গ লাগব হবে এলাকাবাসীর অতি আনন্দিত স্থানীয়রা। সীতাকুন্ডের উত্তরাঞ্চলের সাথে সদরের সাথে একমাত্র যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহার হবে সড়ক। সীতাকুন্ড শহরে নিরাপদ যাতায়াত করতে ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিকল্প হিসাবে নির্মাণাধিন সড়ক ব্যবহার করতে পারবে। সূত্রে জানা যায়, ২০১৬ সালে ১১ কোটি টাকা ব্যয়ে ২ কিলোমিটার দৈর্ঘের ১৮ ফুট প্রশস্তের সড়ক নির্মাণ কাজ শুরু হয়। সড়কটি নির্মাণে কার্যাদেশ পান ঠিকাদারি প্রতিষ্ঠান নিপা এন্টারপ্রাইজ। নানা অনিশ্চিয়তার পর শেষ পর্যন্ত ২০১৬ সালে আলোর মুখ দেখতে পায় প্রকল্পটি। নির্মাণ কাজের স্থায়িত্বের কথা বিবেচনা করে আর সি সি ঢালাইয়ের ব্যবস্থা নেয় পৌর সভার মেয়র আলহাজ্ব বদিউল আলম। মঙ্গলবার থেকে দ্রুতগতিতে সড়ক নির্মাণ কাজ এগিয়ে যাবে বলে মেয়র আশা করেন । সব জল্পনা-কল্পনা শেষে চলতি অর্থ বছরে সড়ককে গাড়ি চলতে পারবে। সড়কটি চালু হলে পৌর সভা ও সীতাকুন্ড সদরের আর্থসামাজিক চিত্র বদলে যাবে বলে মনে করছেন সাধারণ মানুষ। অর্থনৈতিক কর্মকান্ডের ক্ষেত্রে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা সীতাকুন্ড । উর্বর কৃষিজমি এ উপজেলার অর্থনীতির মূল ভিত্তি হল নানামুখী শিল্প কারখানা। স্থানীয়রা বলছেন, সড়কটি খুলে দেয়া হলে দুর্ঘটনা তো কমবেই, একই সঙ্গে উপজেলার পৌর সদরের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম জানান,এই অর্থ বছরে বহুল প্রত্যাশিত এই সড়কের শুভ উদ্বোধন করতে পারেন স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের মন্ত্রী মহোদয় ।