করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে কর্মহীন ঘরবন্দি হয়ে পরেছে শ্রমজীবী অসহায় হতদরিদ্র মানুষ। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে তারা। দেশের এই ক্লান্তিলগ্নে অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে গাজীপুরের কোনাবাড়ীর শ্রী শ্রী রাঁধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দির কমিটি। শনিবার (২ রা মে) সকাল ১০ টার সময় কোনাবাড়ী আমবাগ শ্রী শ্রী রাঁধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের মাঝে চাল,ডাল,আলু,লবণ ও তেল বিতরণ করা হয়। মন্দির কমিটির, সাধারণ সম্পাদক বিনয় চন্দ্র সরকার বলেন- শ্রী শ্রী রাঁধা গোবিন্দ মন্দির কমিটি সব সময় অসহায় মানুষের পাশে ছিলো এবং থাকবে। দেশের এই ক্লান্তিলগ্নে আমাদের সকল বিবেকবান মানুষের উচিৎ এসকল কর্মহীন স্বল্প আয়ের মানুষের পাশে এসে দাঁড়ানো। তিনি বলেন,আমাদের মন্দিরের পক্ষ থেকে ৩ শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি বাবু শুভ্র জ্যোতি দাস,শ্রী শ্রী রাঁধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি সম্ভুনাথ সাহা, সহ-সভাপতি অতুল চন্দ্র দাস, বাবু সুধীর সরকার,সন্তোষ সাহা।
এসময় শ্রী শ্রী রাঁধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।