গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাপমারা দাখিল মাদ্রাসায় ২০২০ইং সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।গত ২২ জানুয়ারী ২০২০ইং বুধবার বিকাল ৩ টায় সাপমারা দারুচ্ছালাম দাখিল মাদ্রাসার হলরুমে ২০২০ইং সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্টান শহরগাছি সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মাওঃ আবুল কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার মাওঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন চকমানিকপুর সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপমারা ইউপি চেয়ারম্যান প্রভাষক শাকিল বুলবুল,প্রভাষক সাইদুর রহমান, ডাঃ আব্দুর রশিদ, আব্দুর রাজ্জাক, সাপমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনূর রহমান, শিক্ষক এস এম মনিরুজ্জামান মিন্টু,মাওঃ বেলাল হোসেন, আনোয়ার হোসেন, বিদায়ী শিক্ষার্থী রুমি আক্তার প্রমূখ।