কুষ্টিয়াতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিন ভাটা মালিকের ১২ লক্ষ টাকা জরিমানা
তারিথ
: ১৫-০১-২০২০
কুমারখালী প্রতিনিধি :
গতকাল কু্ষ্িটয়া পরিবেশ অধিদপ্তর কার্যালয় কর্তৃক পরিচালিত অভিযানে জেলার সদর উপজেলার বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে। জেলার ইবি থানার অন্তর্গত বৈদ্যনাথপুরে অবস্থিত এম আর বি ব্রিকস, ঝাউদিয়ায় অবস্থিত ডাবলু ব্রিকস এবং রাজাপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত ডায়মন্ড ব্রিকস কে যথাক্রমে ০৫ লক্ষ, ০৫ লক্ষ ও ০২ লক্ষ সর্বমোট ১২ লক্ষ টাকা জরিমানা করে। আজকের মোবাইল কোর্ট অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোহাম্মদ আতাউর রহমান। কার্যালয়ের পরিদর্শক জনাব কমল কুমার বর্মন পুলিশ সাংবাদিক সহ আরো অনেকে। এই বিষয়ে কু্ষ্িটয়া কার্যালয়ের উপ -পরিচালক মোহাম্মদ আতাউর রহমান জানান,জনস্বার্থে এ সকল অভিযান অব্যাহত থাকবে।