ময়মনসিংহের ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সোমবার কলেজ ক্যাাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী।কলেজ গভর্ণিং বডির সভাপতি ও পৌর মেয়র আলহাজ এবি এম আনিছুজ্জামানের সভাপতিত্বে ও অধ্যাপক আবুল বাশারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ সেলিমুল হক তরফদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান,উপাধ্যক্ষ শফিকুল ফেরদৌস,গভর্ণিং বডির সদস্য ছাইফুল ইসলাম মানিক, মাসুদ রানা প্রমূখ।