শ্রেষ্ট এ এস আই হিসেবে গোবিন্দগঞ্জ থানার শওকত আলম ছিদ্দিকীর ১৩ তম পদক লাভ
তারিথ
: ১৫-০১-২০২০
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি : মাদক, ওয়ারেন্ট তামিল, উঠান বৈঠক, নন এফ আই আর, দুশ্চরিত্র ইস্যুকরন, আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন কর্মকান্ড দক্ষতার সহিত পালন করায় রংপুর রেঞ্জের শ্রেষ্ট এ এস আই হিসেবে ডি আই জি সম্মামনা ক্রেষ্ট পলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার শওকত আলম ছিদ্দিকী।
গত ১৫ জানুয়ারী বুধবার সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের সভাকক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে মাদক, ওয়ারেন্ট তামিল, উঠান বৈঠক, নন এফ আই আর, দুশ্চরিত্র ইস্যুকরন, আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন কর্মকান্ড দক্ষতার সহিত পালন করায় গোবিন্দগঞ্জ থানার এ এস আই শওকত আলম ছিদ্দিকীকে শ্রেষ্ট এ এস আই হিসেবে সম্মামনা ক্রেষ্ট প্রদান করেন ডি আই ডি জাবেদ পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডি আই জি টি এম মোজাহিদূল ইসলাম ও সকল জেলার পুলিশ সপার।
এ এস আই শওকত আলম ছিদ্দিকী আই জিপি পদক সহ এ নিয়ে ১৪ টি পদক পেলেন। এ এস আই শওকত আলম ছিদ্দিকী বাংলাদেশ পুলিশের পদোন্নতিসহ উচ্চতর পদকের কামনায় দিনরাত অবিরাম তার দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছে।