কালিয়াকৈরে শিক্ষা অফিসের উদ্যোগে দিন ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী পালিত
তারিথ
: ০৪-০২-২০২০
আমিনুল ইসলাম, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সোমবার দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। এ সময় কিভাবে বৃক্ষরোপন ও পরিচর্যা করতে হবে তা নিয়ে আলোচনা করা হয়। জানা যায়,কালিয়াকৈর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রজাতির ফলের চারা রোপণ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এ সময় বৃক্ষের উপকারীতা বৃক্ষরোপন ও পরিচর্যা সম্পর্কে নানা বিষয় আলোচনা করে শিক্ষার্থীদের হাতে বৃক্ষের চারা তুলে দেন। প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম বলেন, ফেব্রুয়ারি হলো ভাষার মাস। এ মাসে জন্মগ্রহণ করা শিক্ষার্থীদের জন্মদিন স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ের প্রতিটি শিশুদের একটি করে বৃক্ষ উপহার দেয়া হয়েছে। তারা এই বৃক্ষগুলো নিজ হাতে রোপন করবে, শিশুদের সঙ্গে বেড়ে উঠবে গাছ, মাঠ ভরে উঠবে সবুজে সবুজে। কোমলমতি শিক্ষার্থীদের ছোট ছোট হাতের যত্নে গাছগুলো একদিন বড় হবে এবং গাছগুলোর সঙ্গে জড়িয়ে থাকবে তাদের নাম। বড় হয়ে শিক্ষার্থীরা এই গাছের টানেই আবার ফিরে আসবে প্রিয় বিদ্যালয়ে। তিনি আরও জানান, শুধু ফেব্রুয়ারি মাস নয়, আমরা এরকম আরও কিছু বিশেষ দিনে এমন পরিকল্পনা নিতে পারি। প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আমার এই আহ্বান। এসময় সেখানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষা অফিসার ফারহানা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।