জয়পুরহাটের আক্কেলপুরে চিকিৎসকদের অবহেলার কারণে এক প্রসূতি নারীর মৃত্যু হয়েছে।
ঘটনা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, অদ্য সকাল ৬ টায় আক্কেলপুর পৌর সদরের বিহাড়পুর গ্রামের শ্রীঃ শুকেস প্রামানিক এর স্ত্রী নুপুর রাণী (৩০) এর প্রস্বব ব্যাথা উঠলে পরিবারের লোকজন তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে ঐ সময় কর্তব্যরত নার্স মোছাঃ আনোয়ারা পারভীনসহ কয়েকজন তার অবস্থা দেখে জানান বাচ্চা হতে বেশকিছু সময় অপেক্ষা করতে হবে। বেলা গড়িয়ে দুপুর হতেই উক্ত নুপুর রাণীর অবস্থার অবনতী হলে তার বোন তৃষ্ণা রাণী কর্তব্যরত নার্স আনোয়ারাকে বলেন আমরা উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাটে যাবো আমাদেরকে ছেড়ে দেন বলা মাত্রই আনোয়ারা বলেন, তোদের টাকা বেশি হয়েছে ? দ্বারা সিজারিয়ানের টাকা নিয়ে ছেড়ে দিবো।
ঘটনার এক পর্যায়ে দুপুর ২ টায় অবস্থা আশংঙ্কাজনক হলে তারা একটি ইনজেশন করার কিছুক্ষণ পরেই নুপুর রাণীর মৃত্যু হয়।
তৃষ্ণা রাণী জানান মৃত্যুর খবর জানাজানি হলে নিহতের ছেলে সুমিত (১০) তার মৃত মাকে দেখতে হাসপাতালে আসলে সেখানকার কর্মরত অঙ্গাতনামা একজন চিকিৎসক তাকে লাঠি দিয়ে মেরে হাসপাতাল থেকে বের করে দেন। এ ঘটনায় নিহতের স্বজন ও এলাকাবসি ক্ষুদ্ধ হয়ে চিকিৎসকদের অবহেলার প্রতিকার ও নিহতের সঠিক বিচারের দাবিতে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘেড়াও করলে ঘটনাস্থলে আক্কেলপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজী হয়নি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাধেশ্যাম আগরওয়ালা।