বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বিরামপুর উপজেলার আদিবাসী (সাঁওতাল) পল্লী বুচকি গ্রামে বৃহস্পতিবার (১১ জুন) পুত্রের হাতে এক পিতা নিহত হয়েছেন। পুলিশ ঘাতক পুত্রকে আটক করেছে। পুলিশ জানায়, বুচকি গ্রামের মৃতঃ মনসা মুর্মুর পুত্র নাজরুশ মুর্মু (৬০) রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় বৃহস্পতিবার ভোরে নাজরুশের পুত্র আল বেনুস মুর্মু (২৮) কাঠের পিঁড়ি দিয়ে তার বাবা নাজরুশের মাথায় স্বজোরে আঘাত করে। এতে নাজরুশের মাথা ফেটে যায়। সকালে নাজরুশকে বিরামপুর হাসপাতালে চিকিৎসা দিয়ে দিনাজপুর হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, তাৎক্ষনিক অভিযান চালিয়ে ঘাতক পুত্র আল বেনুস মুর্মুকে আটক করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এলাকাবাসী জানায়, ঘাতক আল বেনুস মুর্মু একজন মাদকাসক্ত।