আল আমিন, চাঁপাইনবাবগঞ্জ থেকে :
বৃহষ্পতিবার র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট হতে ঢাকা মেট্টো-ন ১৩-৬৯২৪ নম্বরপ্লেটযুক্ত একটি নীল রংয়ের মিনি ট্রাকে ফেন্সিডিল বহন করে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর হয়ে ঢাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত ট্রাককে আটক পূর্বক মাদক ব্যবসায়ীদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র্যাবের অপারেশন দল কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন রেহাইচর এলাকায় নতুন স্টেডিয়ামের সামনে মহাসড়কের দুই পার্শ্বে কৌশলে অবস্থান গ্রহণ করে বেলা আনুমানিক ১৫:১০ ঘটিকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ মাসুম খান (৩০), পিতা-মোঃ সেলিম খান, সাং-সেনেরচর, থানা-জাজিরা, জেলা-শরীয়তপুর (এ/পি-বাড়ী নং-, রোড নং-১২, মিরপুর-১১, পল্লবী, ঢাকা), ২। মোঃ শুভ সুলেমান (২৩), পিতা-মোঃ জাবেদ সুলতান, সাং-মিশন রোড, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর’দ্বয়কে (ক) ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল-১১৫ বোতল, (খ) ট্রাক-০১ টি, (গ) মোবাইল ফোন-০২ টি, (ঘ) সিম কার্ড-০৪ টি, (ঙ) নগদ-১৬২/-টাকা সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাচারের সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
অপর দিকে গত বৃহষ্পতিবার র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল এবং জনাবা তাহমিনা আফরোজ ভূঁইয়া, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ এর সমন্বয়ে বেলা আনুমানিক ১২:৩০ ঘটিকা হতে বিকাল ১৮:৩০ ঘটিকা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বিভিন্ন মাদক স্পটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে মোট ২৯ জন মাদকসেবী ও ব্যবসায়ী ১। মিনাল (৪২), পিতা-মোঃ জসিম উদ্দিন, সাং-মসজিদপাড়া, ২। আজম (৩৫), পিতা-মৃত সোনা মিয়া, সাং-ফকিরপাড়া, ৩। হারুন-অর-রশিদ (২৬), পিতা-রফাতুল্লাহ, সাং-আমনুরা ঝিলিমপাড়া, ৪। শফি (৪৮), পিতা-মৃত কালুয়া, সাং-আমনুরা মিয়াপাড়া, ৫। শ্রী দমাল (৩৩), পিতা-শ্রী গোপেশ, সাং-বালিয়াডাঙ্গা, ৬। আবুল খায়ের (৩৮), পিতা-আলিম উদ্দিন, সাং-আরামবাগ, ৭। নিজাম (৪৮), পিতা-মৃত আলাউদ্দিন, সাং-সুন্দপুর (বাগডাঙ্গা), ৮। শরিফ আলী (২৩), পিতা-রুস্তম আলী, সাং-উত্তর চরাগ্রাম, ৯। নাহিদ আলী (১৮), পিতা-মনিরুল ইসলাম, সাং-উত্তর চরাগ্রাম, ১০। আমিনুল ইসলাম (২৮), পিতা-আকবর আলী, ১১। সেরাফত আলী (৩০), পিতা-হাসান আলী, ১২। রফিকুল ইসলাম (২৫), পিতা-সাদেকুল ইসলাম, ত্রয়ের সাং-আলীনগর, ১৩। বাদল আলী (৫২), পিতা-মৃত দেলসাদ আলী, সাং-হুজরাপুর, ১৪। সাদেকুল (৫২), পিতা-মৃত খোদবক্স, সাং-পাঠানপাড়া, ১৫। মাসুম (২৮), পিতা-আবুল কাশেম, সাং-শিবতলা, ১৬। শ্রী অনুপ (২৫), পিতা-বিনয় দত্ত, সাং-শিবতলা, ১৭। রায়হান আলী (২৩), পিতা-চুটু শেখ, সাং-মহারাজপুর শেখপাড়া, ১৮। জনি ইসলাম (১৮), পিতা-মনিরুল ইসলাম, সাং-মহারাজপুর, ১৯। আমিন (২৬), পিতা-ছাদিকুল ইসলাম, সাং-মসজিদপাড়া, ২০। তুষার (২৯), পিতা-শফিকুল ইসলাম, সাং-হুজরাপুর, ২১। কাদের (৩০), পিতা-ছালাম মিস্ত্রী, সাং-মহারাজপুর শেখপাড়া, ২২। ফয়সাল (২৮), পিতা-মৃত তছলিম উদ্দিন, সাং-মসজিদপাড়া, সর্ব থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, ২৩। সীমান্ত (৩২), পিতা-মৃত কেশরী, সাং-বরেন্দ্রা, ২৪। আজম (৩৫), পিতা-রমজুল মন্ডল, সাং-নিজামপুর, উভয় থানা-নাচোল, সর্ব জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ২৫। শ্রী অচিন্ত (৩৫), পিতা-মৃত পাতু, সাং-গালাবদ্দপুর, থানা-তানোর, জেলা-রাজশাহী, ২৬। হামিদুর রহমান (২৩), পিতা-তরিকুল ইসলাম, ২৭। আজিজুল ইসলাম (২৮), পিতা-জালাল উদ্দিন, উভয় সাং-উত্তর চরাগ্রাম, ২৮। মাসুম (৩২), পিতা-মৃত মোজাম্মেল, সাং-ভাগ্যমানপুর মোড়লপাড়া, ২৯। মাসুদ হোসেন (৩০), পিতা-মোসলেম উদ্দিন, সাং-আঙ্গারিয়াপাড়া, সর্ব থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ১নং ও ২নং আসামীকে ২৫ দিনের, ৩নং ও ৪নং আসামীকে ১০ দিনের, ৫নং হতে ২৫নং পর্যন্ত ২১ জন আসামীকে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয় এবং ২৬নং হতে ২৮নং পর্যন্ত ০৩ জন আসামীর প্রতেককে ৫০০০/-টাকা করে ১৫,০০০/-টাকা ও ২৯ নং আসামীকে ৪০০০/-টাকা সর্বমোট ১৯,০০০/-টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত টাকা তাৎক্ষণিক আদায় করতঃ সরকারী কোষাগারে জমা করা হয়। ঘটনাস্থলে ধৃত আসামীদের নিকট হতে ১। গাঁজা-০১ কেজি ৫০০ গ্রাম, ২। চোলাই মদ-৯০০০ লিটার, ৩। এ্যাম্পল ইনজেকশন-১২ টি, ৪। গাঁজা কলকি-১১ টি, ৫। গ্যাসলাইটার-১৩ টি, ৬। দিয়াশলাই-১৫ টি উদ্ধার করা হয় যা ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলে ধ্বংস করা হয়।
|