ধামরাইয়ে মোটর সাইকেলসহ চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার
তারিথ
: ১৬-১১-২০১৯
ধামরাই প্রতিনিধি :
ধামরাই থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মটরসাইকেল উদ্ধার সহ চোরাই চক্রের সক্রিয় চার সদস্যকে আটক করে। এস.আই.ইবনে ফরহাদের নেতৃত্বে উক্ত অভিযানে ধামরাই থানা সূত্রমতে আসামী আজিজুরের দেওয়া তথ্য অনুযায়ী ধামরাই,সাভার ও আশুলিয়া, মানিকগঞ্জ এলাকার মোটরসাইকেল চোরের মূল হোতা ধামরাই ঢুলিভিটা জিতেন রাজবংশীর বাড়ির ভাড়াটিয়া তিনটি মামলার আসামি ১। নাজমুল হাসান মুন্না (২৯),পিতা-মন্নু মোল্লা, সাং কানুটিয়া,থানা - মহম্মদপুর,জেলা- মাগুরা,২।বাদশা ফরাজি(২৮),পিতা-ইদ্রিস ফরাজি,সাং বাগমারা,থানা-রুপসা,জেলা-খুলনা,তার নামে ৭টি মামলা এবং ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ৩।সেলিম খান(৩৫) পিতা-গাফফার মোল্লা, সাং মাথাভাঙ্গা,থানা-লবনচরা, জেলা-খুলনা,সে ৪ টি মামলার আসামি। ৪।রবিউল ফরাজি(২৫)পিতা-ইদ্রিস ফরাজি সাং বাগমারা,থানা-রুপসা, জেল- খুলনা,সে ২টি মামলার আসামি। গ্রেফতার কৃত আসামিদের তথ্য অনুযায়ী ধামরাই থানা চুরি মামলায় ২টি মোটরসাইকেল মানিকগঞ্জ দৌলতপুর ১টি মোটরসাইকেল ও সাভার থানা এলাকায় চুরি যাওয়া ২টি মোটরসাইকেল সহ সর্বমোট ৫টি মোটরসাইকেল উদ্ধার করে থানা পুলিশ। এসময় ধামরাই থানায় সংবাদসম্মেলনে সাংবাদিকদের কে অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান তাদের কাছ থেকে পাচটি মোটর সাইকেলসহ ১৩০০ পুরিয়া হিরোইন ও চুরি করার বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। গ্রেফতার চারজনের বিরুদ্ধে ধামরাই থানা সহ একাধিক থানায় বিভিন্ন মামলা রয়েছে ।