মাদক মুক্ত দেশ গড়ার লক্ষ্যে (আইজিপি) ড.বেনজীর আহমেদ বিপিএম(বার) মহোদয়ের নির্দেশে
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ আনোয়ার হোসেন। বিপিএম(বার),পিপিএম(বার) সার্বিক তত্বাবধান ও দিক নির্দেশনায় মেট্রোপলিটন এলাকায় মাদক নির্মুল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।তারই ধারাবাহিকতায় (২০) জুলাই সোমবার রাত ১১.৪০ সময় জিএমপি এর টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ এমদাদুল হকের নির্দেশে এসআই আবুল হাসানের অভিযানে ডিউটি চলাকালিন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় লোক এশিয়া পেট্রোল পাম্পের সমনে মাদক কেনাবেচা করছে। এস আই আবুল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড় দিয়ে পালানোর চেষ্টা কালে মোঃ পাভেল মিয়া (২৮), পিতাঃ সাইদ আলী, সাং- বাঘাই কান্দি, থানা- রায়পুরা, জেলা- নরসিংদী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ধৃত আসামী পাভেল মিয়া(৩০) এর দেহ তল্লাশী করে তার কাছ থেকে কসটেপ দিয়ে মোড়ানো সাদা পলিথিন জিপারে রক্ষীত ১০ টি প্যাকেটে ২০০ পিচ করে মোট ২,০০০ (দুই হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জার বাজার মূল্য ৯,০০,০০০/-(নয় লক্ষ) টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।