মোঃ শহিদুল্লাহ,টেকনাফ,প্রতিনিধি : টেকনাফে দু’গ্রুপের বন্ধুক যুদ্ধে ইয়াবা কারবারী মুফিজ নিহত হয়েছে। নিহত মুফিজ আলম (২৮) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্বলেদা এলাকার লাল মিয়ার ছেলে। সুত্রে জানায় ২৫অক্টোবর (বুধবার) ভোর ৫টার দিকে টেপকনাফ সদর ইউনিয়নের মহেষখালিয়া পাড়া আল মনসুর হ্যাচারী সংলগ্ন কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে গোলাগুলির ওই ঘটনা ঘটে ।টেকনাফ মডেল থানা পুলিশ সুত্রে জানা যায় “ মাদক বিক্রেতাদের দু’গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক বিক্রেতারা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মুফিজের মৃতদেহ পাওয়া যায়।” এছাড়া ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় বন্দুক, ২০ রাউন্ড গুলি ও ৫হাজার ইয়াবা, উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান নিহত মুফিজের বিরোদ্ধে থানায় ৫/৬ টি মাদক মামলা রয়েছে। সে একজন চিহ্নীত মাদক ব্যবসায়ী।