বিশ্ব মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) কারণে মানুষজন যখন রাস্তায় চলাফেরা কম তারই সুযোগে মাদক ব্যবসায়ী মাদক নিয়ে যাওয়ার সময় হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিণখোলা বিওপির বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নায়েব সুবেদার মোঃ আব্দুল হালিম এর নেতৃত্বে টহল দল ১৯৮৬/৫-এস সীমান্তের মেইন পিলার হতে ৮০০ গজ আনুমানিক বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের নয়নপুর নামক স্থান হতে বুধবার (১০ ই জুন) সন্ধ্যা ৭ ঘটিকার সময় মোঃ স্বপন মিয়া(৩২)কে ভারতীয় ৫০০ গ্রাম গাঁজা ও ১ বোতল মদ সহ আটক করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক মাদকদ্রব্যসহ আটককৃত আসামী হল
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা কমলপুর গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে মোঃ স্বপন মিয়া (৩২)।
আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩,২৫০(তিন হাজার দুইশত পঞ্চাশ) টাকা।
মাদকদ্রব্যসহ আটক কৃত আসামীকে মাধবপুর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল এই রিপোর্ট লেখা পর্যন্ত।